পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্প-খামেনির পাল্টাপাল্টি হুমকি

News
0

 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি সই নিয়ে পাল্টাপাল্টি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

ইরানকে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পরমাণু চুক্তি না করলে দেশটিতে যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করবে। এমনকি এই আক্রমণের তীব্রতা হবে অভূতপূর্ব।

ট্রাম্পের এমন হুমকির পর পাল্টা হুমকি দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। যেকোনো বহিরাগত আগ্রাসনের কঠোর প্রতিশোধ নেওয়া হবে।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার হুমকির প্রেক্ষিতে প্রথম প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে দিয়ে বলেছেন, যেকোনও বহিরাগত আগ্রাসনের কঠোর প্রতিশোধ নেওয়া হবে।

সোমবার তেহরানে ঈদুল ফিতরের নামাজের সময় একটি জামাতে ভাষণকালে খামেনি বলেন, বহিরাগত আগ্রাসন অসম্ভব, তবে দেশ যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত। আমরা বিশ্বাস করি না যে কোনো বহিরাগত আগ্রাসনের সম্ভাবনা রয়েছে, তবে যদি কোনও আগ্রাসন ঘটে, তবে তারা নিঃসন্দেহে একটি কঠোর প্রতিশোধমূলক আঘাত পাবে এবং যদি তারা আমাদের দেশের অভ্যন্তরে রাষ্ট্রদ্রোহ উস্কে দেওয়ার কথা ভাবে। যেমন তারা বিগত বছরগুলোতেও করেছে, তাহলে ইরানের জনগণ নিজেই তাদের জবাব দেবে।

ট্রাম্প ইরানকে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সাথে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে বোমা হামলা এবং সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকি দেওয়ার একদিন পর ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই মন্তব্য করা হলো।

ইরান মূলত ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। তবে পরোক্ষ আলোচনার মাধ্যমে বিতর্কিত পারমাণবিক সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক পথ খোলা রেখেছে তেহরান।

ইরান সরকার গত সপ্তাহে ওমানের মাধ্যমে ট্রাম্পের চিঠির জবাব দিয়েছে। ওই চিঠিতে সামরিক হুমকির মুখে সরাসরি আলোচনায় অংশ নিতে ইরান অনিচ্ছুক বলে উল্লেখ করা হয়েছে বলে গত বৃহস্পতিবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন।

এছাড়া গত রোববার ইরানের এক টিভি চ্যানেলে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, আমেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি কথা বলবে না তেহরান। তবে পরোক্ষ আলোচনার সুযোগ রয়েছে।

তিনি আরও জানান, আমরা আলোচনায় বসতে সবসময়ই প্রস্তুত। কিন্তু আগের বিশ্বাসভঙ্গের কারণে আমরা সন্দিহান। এছাড়া ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনিও পরোক্ষ আলোচনার পক্ষে বলে জানিয়েছেন তিনি।

এদিকে সোমবার খামেনি আরও বলেন, গাজা ও লেবাননের ঘটনাবলীর কারণে এই বছরের পবিত্র রমজান মাস বিশ্বব্যাপী মুসলমানদের জন্য ছিল “তিক্ত”। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি নৃশংসতায় আমেরিকা জড়িত বলেও মন্তব্য করেন তিনি।

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top