পরীমনির মেহেদি করা হাতে কার নাম? ভক্তদের নিশানায় শেখ সাদী!

News
0

 

সাম্প্রতিক সময়ে গায়ক শেখ সাদীর সঙ্গে ঢাকাই সিনেমার সর্বাধিক জনপ্রিয় নায়িকা পরীমনির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজাঙ্গনে। গত কয়েকমাসে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন দুজন। ভক্ত নেটিজেনদের দাবি, প্রেম করছেন দুজন। যদিও পরী ও সাদী বার বার অস্বীকার করে এসেছেন এমন দাবি।

তবে ঈদে নতুন করে আবারও বাতাস লেগেছে সেই গুঞ্জনে।
ঈদে পরীমনি একটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে। তার মেহেদী হাতের সেই ছবি দেখে নেটিজেনরা মেলাচ্ছেন অন্য হিসাব। পরীর শেয়ার করা ছবিতে দেখা যায়, নায়িকার মেহেদি রাঙা হাতে ‘এস’ শব্দটি লেখা রয়েছে।
ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক পরী! নিশ্চয়ই জীবনের উত্তম সময়ের জন্যে ধৈর্য্য ধরাটা জরুরি। আল্লাহ ভরসা।’ তবে ছবিটি দেখে বোঝা যাচ্ছে, হাতে ক্যানুলা লাগানো। তবে কি অসুস্থ পরীমনি? পোস্টের মন্তব্যের অপশন বন্ধ করে রেখেছেন পরী।

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top